📑 আধুনিক যুগ বলতে কী বোঝো?
১৪৫৩ খ্রিস্টাব্দে তুর্কিদের হাতে কনস্ট্যান্টিনোপলের পতনের পর থেকেই আধুনিক যুগের সূচনা হিসাবে ঐতিহাসিকেরা মত পোষণ করেন। যদিও একটা যুগের শুরু বা শেষ কোনোটাকেই নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না। তবে কিছু বৈশিষ্ট্যের দ্বারা এই যুগ বিভাজন করা হয়।
তবে এই সময় থেকে ইউরোপে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন লক্ষ করা যায়। শুরু হয় নতুন জ্ঞান-বিজ্ঞানের চর্চা। মানুষ অন্ধবিশ্বাসকে কাটিয়ে যুক্তির আলোকে সবকিছুকে বিচার করতে শেখে। এই পরিবর্তনের ফলে জন্ম নেয় ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, মানবতাবাদ প্রভৃতি। কৃষির পরিবর্তে শিল্প-বাণিজ্য নির্ভর অর্থনীতির উদ্ভব ঘটে। মানব ইতিহাসের এই পরিবর্তনশীল ও গতিময় অবস্থাই ইউরোপে আধুনিক যুগ নামে অভিহিত।