চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি ছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল বিস্তারিত প্রতিবেদন।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রতিবছরের মতো এবছরও কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে Phase- IX পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মোট শূন্যপদ- 2065 টি, (SC- 248 টি, ST- 121 টি, OBC- 599 টি, UR- 915 টি, ESM- 182 টি)
পদের নাম- Tradesman Skilled Grade (Fitter)
মোট শূন্যপদ- ২৪ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- ২ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- নার্সিং অফিসার (স্টাফ নার্স)
মোট শূন্যপদ- ৫ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ৭ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- নার্সিং অফিসার
মোট শূন্যপদ- ৪ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ৭ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- ফার্মাসিস্ট (এলোপ্যাথিক)
মোট শূন্যপদ- ১৩ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- লেডি মেডিকেল এটেনডেন্ট
মোট শূন্যপদ- ৭ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- মেডিকেল এটেনডেন্ট
মোট শূন্যপদ- ১৪ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট- III
মোট শূন্যপদ- ৫ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল)
মোট শূন্যপদ- ১১ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ৭ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড ‘A’
মোট শূন্যপদ- ১৩৩ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- মিনিস্ট্রি অফ ফিনান্স (ডিপার্টমেন্ট অফ রেভিনিউ)
মোট শূন্যপদ- ১৮ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী বেতনক্রম হবে।
পদের নাম- ল্যাবরেটরি এটেনডেন্ট
মোট শূন্যপদ- ৭৩ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী বেতনক্রম হবে।
ওপরে উল্লিখিত পদ গুলি বাদেও আরও বিভিন্ন পদ রয়েছে। মোট 2065 টি শূন্যপদ 337 টি পদের জন্য বিন্যস্ত রয়েছে। বাকি পদগুলি সম্পর্কে বিস্তারিত জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নীচে দেওয়া হলো।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.ssc.nic.in এই ওয়েবসাইটে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে সই, প্রয়োজনীয় নথি এবং ফটো স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন যেমন নেট ব্যাংকিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড, মেস্ট্রো, রূপে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৫/০৬/২০২২ তারিখ পর্যন্ত। SC/ ST/ PWD/ ESM ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফী জমা দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি- কম্পিউটার বেসড পরীক্ষার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষার ধরন- পরীক্ষা হবে সম্পূর্ণ কম্পিউটারের উপর বেস করে। MCQ টাইপ প্রশ্ন হবে। জেনারেল ইন্টেলিজেন্স,জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে। প্রতি বিষয়ে ২৫ টি করে প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর করে। পরীক্ষার সময় ১ ঘন্টা। ভুল উত্তরে নেগেটিভ মার্কিং আছে।
আবেদন করার শেষ তারিখ- ১৩/০৬/২০২২
Apply Now Click here >>>