Weekly Bengali current affairs May 2022
👉12 তম IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হলো ইস্তাম্বুলে, (IBA এর সদর দপ্তর - লুসান, সুইজারল্যান্ড, সভাপতি - উমর ক্রেমলেভ)।
👉 রয়্যাল গোল্ড মেডেল 2022 জিতলেন ভারতীয় স্থপতি বালকৃষ্ণ বিঠলদাস দোশি, (পুরস্কারটি দেওয়া হয় ইংল্যান্ড থেকে)।
👉 স্বাধীন ইউক্রেনের প্রথম প্রেসিডেন্ট লিওনিড ক্রাভচুক মারা গেলেন, (ইউক্রেনের রাজধানী - কিইভ, মুদ্রা: ইউক্রেনীয় রিভনিয়া)।
👉 পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন রাজীব কুমার, (ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় 25 জানুয়ারী 1950)।
👉 এয়ার ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও হিসাবে মনোনীত করা হয়েছে ক্যাম্পবেল উইলসনকে, (এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর - নতুন দিল্লি, চেয়ারম্যান -এন চন্দ্রশেখরন)।
👉 অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হলো সৌদি আরামকো, (সৌদি আরামকো প্রতিষ্ঠিত - 1933, সদর দপ্তর ধাহরান, সৌদি আরব)। -
👉 বিলাসী ব্র্যান্ড লুই ভিটনের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
👉 পশুখাদ্য চাষের জন্য হরিয়ানা ‘ছারা-বিজাই যোজনা' চালু করেছে, (রাজ্যপাল - বান্দারু দত্তাত্রেয়, রাজধানী চন্ডিগড়, মুখ্যমন্ত্রী- মনোহর লাল খট্টর)।
👉 ভারতীয় কেন্দ্রীয় নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা Intersolar Europe 2022 এ অংশগ্রহণ করবেন।
👉 ফিলিপাইনে 2022 সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন মার্কোস জুনিয়র, (ফিলিপাইনের রাজধানী শহর – ম্যানিলা, মুদ্রা - ফিলিপাইন পেসো)।
👉বিশেষ বাংলা একাডেমি পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, (তার বই "কবিতা বিতান" এর জন্য)।
👉 Modi@20 Dreams Meet Delivery নামে বইটি রিলিজ করলেন ভেঙ্কাইয়া নাইডু।
👉 বিশ্বের সবচেয়ে বয়স্ক দাবা গ্র্যান্ডমাস্টার ইউরি আভারবাখ মারা গেলেন, (তিনি 1949 সালে মস্কো চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন)।
👉 RailTel তার 100টি রেলস্টেশনে PM-WANI ভিত্তিক ওয়াই-ফাই অ্যাক্সেস চালু করলো, (Prime Minister Wi-Fi Access Network Interface (PM-WANI)।
👉 সবচেয়ে বড় হোয়াইট ডায়মন্ড 'দ্য রক' বিক্রি হয়েছে $18.8 মিলিয়নে।
👉 ন্যাটো সাইবার ডিফেন্স গ্রুপে যোগদানের প্রথম এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়া।
👉 বায়ো-গ্যাস দ্বারা চালিত ভারতের প্রথম ইভি চার্জিং স্টেশন তৈরি হলো মুম্বাইয়ে।
👉World Red Cross Day পালন করা হয় ৪ মে (থিম - #BeHUMANKIND ( Believe in the power of Kindness)।
👉মাতৃ দিবস(Mother's day) পালন করা হয় ৪ মে,(1908 সালে ফিলাডেলফিয়ার আনা জার্ভিস প্রথম মাতৃ দিবস উদযাপন করেন)।
👉এন্টারপ্রাইজ ইন্ডিয়া ন্যাশনাল কোয়ার কনক্লেভ 2022' উদ্বোধন করেছেন MSME মন্ত্রী নারায়ণ রানে।
👉 নির্মলা সীতারামন শিক্ষার্থীদের জন্য NSDL-এর বিনিয়োগব চেতনতা কর্মসূচি(NSDL's investor awareness) চালু করলেন।
👉'CAPE Punarvaas' লঞ্চ করলেন অমিত শাহ, (পোর্টালটি পুনঃকর্মসংস্থান চাওয়া অবসরপ্রাপ্ত কর্মীদের তাদের দক্ষতার এলাকা এবং পছন্দের কর্মসংস্থানের স্থান খুঁজে পেতে সহায়তা করবে।
👉মহারাষ্ট্র মন্ত্রিসভা ₹172 কোটিতে প্রথম ধরনের জিন ব্যাঙ্ক প্রকল্প অনুমোদন করলো,(মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ধব ঠাকরে)।
👉 JioSaavn প্রাক্তন অ্যামাজন মিউজিক ডিরেক্টর সাহাস মালহোত্রাকে সিইও নিযুক্ত করলো।
👉 ভারতের মোট ফার্টিলিটি হার (TFR) 2015-16 সালে 2.2 শিশু থেকে কমে এখন মহিলা প্রতি 2 শিশু হয়েছে।
👉রেলওয় প্রটেকশন ফোর্স (RPF) এসোসিয়েশন ফর ভলান্টারি অ্যাকশন (AVA) এর সাথে মউ স্বাক্ষর করলো, (রেলের সম্পত্তি রক্ষা ও যাত্রীদের নিরাপত্তার জন্য)।
👉International Nurses Day পালন করা হয় 12 মে, (থিম - Nurses: A Voice to Lead - Invest in Nursing and respect rights to secure global health)
👉 International Day of Plant Health পালন করা হয় 12 মে।
👉 NSO সমীক্ষা: অক্টোবর-ডিসেম্বর 2021 এ ভারতের বেকারত্বের হার 8.7%।
👉 দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইউন সুক-ইওল, (দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, মুদ্রা – দক্ষিণ কোরিয়ার ওন ।
👉 Bellatrix Aerospace দ্বারা পরীক্ষিত হলো গ্রিন স্যাটেলাইট প্রপালশন, ( Bellatrix Aerospace এর হেডকোয়ার্টার - বেঙ্গালুর ।
👉 লোকসভা স্পিকার ওম বিড়লা 'কালাম ওয়েবসাইট' চালু করলেন, (কালামের লক্ষ্য হল হিন্দি সাহিত্যকে জন করা এবং প্রবীণ এবং তরুণ লেখকের জন্য প্ল্যাটফর্ম প্রদান করা)।
👉 দিল্লিতে, ভারতের প্রথম খাদি সেন্টার অফ এক্সিলেন্স চালু হবে, (কেন্দ্রীয় ক্ষুদ্র, ক্ষুদ্র ও মার উদ্যোগের মন্ত্রী - নারায়ণ রানে)।
👉 ভিয়েতনাম বিশ্বের দীর্ঘতম কাচের তলা বিশিষ্ট সেতু চালু হলো, (ভিয়েতনামের রাজধানী শহর – হ্যানয়, মুদ্রা - ভিয়েতনামী ডং)
👉 UPI 2022 সালের এপ্রিলে 9.83 ট্রিলিয়ন টাকার লেনদেনের করার রেকর্ড করলো, (NCPI এমডি এবং সিইও – দিলীপ আসবে)।
👉 The Struggle for Police Reforms in India নামে বইটি লিখলেন প্রাক্তন আইপিএস প্রকাশ সিং।
👉Mindtree ও L&T Infotech ভারতের 5তম বৃহত্তম আইটি পরিষেবা তৈরি করতে একীভূত হওয়ার ঘোষণা করলো, (নতুন নাম হবে LTIMindtree)।
👉নেপালের কামি রিতা শেরপা 26 বার এভারেস্টে আরোহণ করে রেকর্ড করলেন।
👉 HPCL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন পুষ্প কুমার জোশী, (হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড)।
👉 E-Broking নামে ডিজিটাল ব্রোকিং সমাধান চালু করলো ইন্ডিয়ান ব্যাঙ্ক, (ইন্ডিয়ান ব্যাঙ্কের এমডি ও সিইও - শান্তি লাল জৈন, প্রতিষ্ঠা – আগস্ট 15, 1907 )।
👉 IRCTC ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন নেপাল জনকপুরে ও যাবে, (ট্রেনটি তার পুরো রামায়ণ সফরে প্রায় 8000 কিলোমিটার কভার করবে)।
👉 প্রিয়াঙ্কা মোহিতে প্রথম ভারতীয় মহিলা যিনি 8,000 মিটারের উপরে পাঁচটি চূড়া আরোহণ করলেন, (মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা)।
👉'উৎকর্ষ মহোৎসব' শুরু করলো কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, (থিম - Global Orientation of Sanskrit Studies in the New Educational Era)।
👉সানওয়ে ফরমেন্তেরা ওপেন দাবা টুর্নামেন্ট জিতলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি. গুকেশ, (হারিয়েছেন K Sasikiran কে)।
👉মণিপুরের পৌমাই নাগা এলাকাকে ‘মাদকমুক্ত এলাকা' ঘোষণা করা হলো, (মণিপুরের মুখ্যমন্ত্রী - এন বীরেন সিং, রাজধানী – ইম্ফল, গভর্নর - লা গণেশন)।
👉 ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের সচিব হিসাবে নিযুক্ত হলেন অলকেশ কুমার শর্মা, (ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী -শ্রী অশ্বিনী বৈষ্ণব)।
👉National Technology Day পালন করা হয় 11 মে, (এই বছরের থিম Integrated Approach in Science and technology for sustainable future)
👉অনুরাগ ঠাকুর খেলো ইন্ডিয়া যুব গেমসের মাসকট, লোগো এবং জার্সি লঞ্চ করলেন, (মাসকটের নাম – Dhakad, এই বছর অনুষ্ঠিত হচ্ছে হরিয়ানাতে)
👉 অযোধ্যার প্রাক-বিখ্যাত ক্রসিং নামকরণ করা হবে লতা মঙ্গেশকরের নামে।
👉প্রয়াত হলেন পদ্মশ্রী ওড়িয়া লেখক রজত কুমার কর, (টিভি এবং রেডিওতে বার্ষিক রথযাত্রা (জগন্নাথ সংস্কৃতি) সময় তিনি তার ভাষ্যের জন্য পরিচিত ছিলেন ।
👉 মাদ্রিদ ওপেন 2022 শিরোনামে পুরুষদের শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ, (হারিয়েছেন Alexander Zverev কে)
👉 মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 2022 জিতলে Max Verstappen, (হারিয়েছেন Charles Leclerc কে)।
👉জম্মু ও কাশ্মীরের জন্য নতুন নির্বাচনী মানচিত্র প্রকাশিত হলো, (কাশ্মীর বিভাগের 47টি বিধানসভা আসন এবং জম্মুর জন্য 43টি)।
👉লাডলি লক্ষ্মী স্কিম 2.0 চালু করলো মধ্যপ্রদেশ সরকার, (রাজধানী – ভোপাল, রাজ্যপাল - মাঙ্গুভাই সি প্যাটেল, মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান)।
👉জন লি কা-চিউ হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত হলেন, (হংকং মুদ্রা – হংকং ডলার)।
👉 'এক্সপ্রেস কার লোন' নামে প্রথম ডিজিটাল নতুন গাড়ি ঋণ চালু করলো HDFC ব্যাঙ্ক, (সিইও – শশীধর জগদীশন)।
👉ফরাসি উপন্যাসের বাংলা অনুবাদ “Meursault, contre enquête" (The Meursault Investigation) বইটি রোমেন রোল্যান্ড বই পুরস্কার 2022 জিতলো, (লেখক- কামেল দাউদ)।
👉30 বছরের পুরনো 5000 মিটার দৌড়ের রেকর্ড ভাঙলেন ভারতের অবিনাশ সাবলে, (তার সময় লেগেছে 13:25.65 সে.)।
👉তামিলনাড়ু সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য breakfast scheme লঞ্চ করলো, (তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন)।
👉 কোস্টারিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন রদ্রিগো শ্যাভে (রাজধানী সান জোসে, মুদ্রা কোস্টারিকান কোলন)।